নাকাশিপাড়া: পলাশী পাড়াতে মানসিক অবসাদে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী যুবকের দেহ নাকাশিপাড়া থেকে শক্তিনগর গেল
ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার পলাশী পাড়ায় । রকি মন্ডল নামে এক ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় তার বাড়ির লোকজন দেখতে পান ।ঘরে সিলিং ফ্যানের সঙ্গে গামছা দিয়ে গলায় ফাস লাগিয়ে ঝুলে পড়েন। এরপর তাকে পরিবারের লোকজন পলাশী হাসপাতালে নিয়ে যায় । সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। সেইমৃতদেহ নাকাশীপাড়া থানার মর্গে রাখা হয় ।আজ শক্তি নগর মর্গে পাঠানো হলো ময়নতদন্তের জন্য।