বরজোড়া: বড়জোড়ায় এলাকায় মোট হাতির অবস্থান রয়েছে ৬৬ টি এমনই খবর বাঁকুড়া উত্তর বনবিভাগের তরফে
মঙ্গলবার আনুমানিক রাত্রি নটা থেকে রাত্রি দশটার এমন ই খবর জানা গেল বাঁকুড়ার বড়জোড়ায় বাঁকুড়া উত্তর বনবিভাগের তরফে মোট হাতির অবস্থান রয়েছে ৬৬টি , এর মধ্যে সাহারজোড়ায় ৫৮ টি হাতি,বাঁকদাহ ১ টি ও সাতগাছিয়ায় ৭ টি হাতি রয়েছে বলে বাঁকুড়া উত্তর বনবিভাগের তরফে জানা গেছে।