মাদারিহাট: ফুলপাতি উৎসবে সোমবার বীরপাড়ায় বর্নাঢ্য র্যালি করলেন পূন্যার্থীরা
ফুলপাতি উৎসবে সোমবার বীরপাড়ায় বর্নাঢ্য র্যালি করলেন পূন্যার্থীরা। র্যালিটি বীরপাড়াল নেপালি হাইস্কুল থেকে বেরিয়ে পুরোনো বাসস্ট্যান্ড হয়ে চৌপথির দিকে যায়। এতে অংশ নেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গা, মাদারিহাটের তৃণমূল বিধায়ক জয়প্রকাশ টোপ্পো, মাদারিহাট বীরপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি আশা এস বোমজান এবং তৃণমূলের ব্লক সভাপতি বিশাল গুরুং। সপ্তমীর দিন ওই র্যালি বীরপাড়ায় উৎসবের পরিবেশকে আরও জমজমাট করে তোলে। পুরোনো বাসস্ট্যান্ড চত্বরে পূন্যার্