ডোমকল: জলঙ্গির ফরিদপুরে টোটো উল্টে বিপত্তি, গুরুতর জখম এক যাত্রী, চিকিৎসাধীন ডোমকল মহাকুমা হাসপাতালে
জলঙ্গির ফরিদপুরে টোটো উল্টে বিপত্তি, গুরুতর জখম এক যাত্রী, চিকিৎসাধীন ডোমকল মহাকুমা হাসপাতালে। বৃহস্পতিবার বিকেলে জলঙ্গী থানার ফরিদপুর এলাকায় টোটো উল্টে ঘটে বিপত্তি। স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রীবোঝাই একটি টোটো নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায়। ঘটনায় এক যাত্রী গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে দ্রুত ডোমকল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গেছে বলে জানা গিয়েছে