তুফানগঞ্জ ২: দুর্গাপূজার সময় অসম বাংলা সীমান্তে অপ্রীতিকর ঘটনা এড়াতে বক্সির থানায় দুই রাজ্যের পুলিশ আধিকারিকদের বিশেষ বৈঠক
সোমবার বিকেলে বক্সির থানায় বিশেষ বৈঠকটি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন প্রতিবেশী রাজ্য অসমের ধুবড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার দিবজ্যোতি তালুকদার, কোচবিহার জেলা অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণ গোপাল মিনা, মহকুমা পুলিশ আধিকারিক কান্নী ধারা মনোজ কুমার সহ অন্যান্যরা।