বিনপুর ২: বেলপাহাড়ী থানার উদ্যোগে কালীপুজোর আয়োজন
বেলপাহাড়ী থানার উদ্যোগে কালীপুজোর আয়োজন। সোমবার রাতে বিনপুর 2 ব্লকের বেলপাহাড়ী থানার কালী মন্দিরে কালীপুজোর আয়োজন করা হয়। এই উপলক্ষে সাজিয়ে তোলা হয়েছে কালী মন্দিরের পাশাপাশি বেলপাহাড়ী থানা । বেলপাহাড়ী থানার আইসি দীপঙ্কর দাস সহ অন্যরাও পুজোয় উপস্থিত ছিলেন। পুজো দিতে এলাকার বাসিন্দারাও ভিড় জমান পুজো মন্ডপে।