মহিষাদল: মহিষাদলে বাড় অমৃতবেড়িয়া গ্রামের রূপনারায়ন নদী বাঁধ ধস আতঙ্কে গ্রামের বাসিন্দারা ঘটনাস্থলে প্রশাসনে আধিকারিকরা
বাড় অমৃতবেড়িয়া গ্রামের রূপনারায়ন নদী বাঁধ ধস আতঙ্কে গ্রামের বাসিন্দারা। রূপনারায়ন নদী বাঁধ কংক্রিটের ঢালাই নিয়ে ধস নেমে নদী গর্ভে চলে যায়। বৃহস্পতিবার রাতে মহিষাদল ব্লকের বিডিও ,পুলিশ প্রশাসন এবং গ্রাম পঞ্চায়েতের প্রধানসহ প্রতিনিধিরা ঘটনাস্থলে যায় শুক্রবার সকাল পর্যন্ত চলে মেরামতির কাজ। গত বছর ঠিক এইরূপ ভাবে বাড় অমৃতবেড়িয়া গ্রামের কংক্রিটের ঢালাই রাস্তাসহ বাঁধ নদী গর্ভে চলে যায়। নদীতে পূর্ণিমা কোটালের জোয়ারের জল বেশি পরিমাণে রয়েছে।