পুলিশ সূত্রে জানা যায় এদিন বিকেলে মলুয়াপাড়া বিওপি এবং ভীমপুর থানার পুলিশের যৌথ উদ্যোগে ভীমপুর থানার অন্তর্গত সীমান্তবর্তী হুদাপারা এলাকায় এই নাকা চেকিং হয়।সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও বেআইনি কার্যকলাপ রুখতেই এই তল্লাশি অভিযান বলে জানিয়েছে প্রশাসন।এদিন নির্দিষ্ট চেকপয়েন্টে যানবাহন ও পথচারীদের কাগজপত্র খতিয়ে দেখা হয়।সন্দেহভাজন যান ও ব্যক্তিদের দফায় দফায় তল্লাশি চালানো হয়।অভিযানে BSF এর পাশাপাশি রাজ্য পুলিশের কর্মীরাও ছিল ।