মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ব্লকের জয়পুরে বিশিষ্ট সমাজসেবী জয়দেব মুখার্জির প্রয়াণে শোকস্তব্ধ এলাকা। শুক্রবার তাঁর মৃত্যুসংবাদ পেয়ে শোকাহত পরিবারের পাশে দাঁড়ালেন খড়গ্রাম বিধানসভার বিধায়ক আশীষ মার্জিত। শুক্রবার বিকেলে জানা গিয়েছে, এদিন বিধায়ক আশীষ মার্জিত জয়পুরে পৌঁছে প্রয়াত জয়দেব মুখার্জির পরিবারের সঙ্গে দেখা করেন এবং তাঁদের প্রতি গভীর সমবেদনা জানান। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।