রানাঘাট ২: দলের পুরুষ নেতা কর্মীদের ভাইফোঁটা দিলেন দলের মহিলা নেত্রী ও কর্মীরা, এই ভাবেই রানাঘাটে ভাইফোঁটা পায়ণ বিজেপির
দলের পুরুষ নেতা কর্মীদের ভাইফোঁটা দিয়ে মঙ্গল কামনা করলেন দলের মহিলা নেত্রী ও কর্মীরা। আর বৃহস্পতিবার দুপুরে এই ভাবেই দলীয় কার্যালয়ে মহা সমারোহে ভাইফোঁটা পালন করলো বিজেপি। বিজেপি নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সভা নেত্রী অপর্ণা নন্দীর উদ্যোগে বৃহস্পতিবার BJP দলের পুরুষ সদস্যদের কপালে ভাইফোঁটা দেন মহিলারা সদস্যরা। এদিন রানাঘাট লোকসভার সাংসদ জগন্নাথ সরকার কে ফোটা দেন নেত্রী অপর্ণা নন্দী।