মুরারই ১: সন্তোষপুর দলীয় কার্যালয়ে আয়োজিত হল বিশেষ বৈঠক, উপস্থিত বিধায়ক ও জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ
আজ ২৮ নভেম্বর শুক্রবার বিকেলে মুরারই এক নম্বর ব্লকের রাজগ্রাম পঞ্চায়েতের সন্তোষপুর তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন, মুরারই বিধানসভার তৃণমূল বিধায়ক ডাক্তার মোশারফ হোসেন, বীরভূম জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ সেরাজুল ইসলাম খান, রাজগ্রাম অঞ্চল সভাপতি গাউস আলী সহ রাজগ্রাম অঞ্চলের সমস্ত BLA- রা। এদিনের বৈঠকে SIR - নিয়ে নানান দিক আলোচনা করা হয়। পাশাপাশি BLA রা নিজ এলাকায় কত পারসেন্ট ফ্রম ফিলাপ করতে পেরেছেন সেসব