পশ্চিমবঙ্গের অন্যতম প্রাচীন জনপথ হাবিলি শহর ও কাঞ্চন পল্লী যা বর্তমানে হালিশহর এবং কাঁচড়াপাড়া হিসেবে পরিচিত আমাদের এই দুই প্রাচীন জনপথ নিয়ে গঠিত বীজপুর বিধানসভা এলাকার বিধায়ক শুবোধ অধিকারীর উদ্যোগে আয়োজিত ও বীজপুর শিল্পী সংস্কৃতি কমিটি পরিচালিত পঞ্চম বর্ষ বীজপুর উৎসব ২০২৫ উদ্বোধন হলো রামপ্রসাদ খেলার মাঠে। এই দিনের বীজপুর উৎসব ২০২৫ উৎপাদন উপলক্ষে বন্যার্ধ শোভাযাত্রা আয়োজন করা হয় যেখানে বিভিন্ন স্কুল সংগঠন ও সংস্থার পক্ষ থেকে বিভিন্ন মডেল সাজিয়ে শো