ইন্দপুর: হাটগ্রামে পোলট্রি ফার্মে রাতের চুরি, পুলিশের তৎপরতায় ধরা পড়ল দুষ্কৃতী, উদ্ধার মোটরসাইকেল
গত ৪ নভেম্বর রাতে হাটগ্রাম গ্রামের একটি পোলট্রি ফার্মে চুরি হয়। বাঁকুড়া–পুরুলিয়া রোড সংলগ্ন সঞ্জয় গড়াইয়ের ফার্ম থেকে দুষ্কৃতীরা একটি মোটরসাইকেল ও মোবাইল ফোন চুরি করে। ঘটনাটি জানানো হলে ইন্দপুর থানার পুলিশ তদন্ত শুরু করে। স্থানীয় সূত্র ও প্রযুক্তিগত তথ্যের ভিত্তিতে আজ পুলিশ পিন্টু গড়াইকে গ্রেফতার করে। তিনি পাইরাচালি গ্রামের বাসিন্দা হলেও ঝাড়খণ্ডের দেওঘরে থাকছিলেন। তার কাছ থেকে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার হয়েছে। মোবাইলসহ বাকি সামগ্রী উদ্ধারের কাজ চলছে।