মুরারই ২: কুশমোড় 1 অঞ্চলের কংগ্রেসের পক্ষ থেকে আমুড্ডা গ্রামে বিক্ষোভ সভা অনুষ্ঠিত হল
আজ 12 ই অক্টোবর রবিবার আনুমানিক বিকেলের দিক থেকে আনুমানিক সন্ধ্যের দিক পর্যন্ত। বীরভূম জেলার মুরারই ২ ব্লক কংগ্রেসের পক্ষ থেকে।মুরারই ২ ব্লকের অন্তগত কুশমোড়1 অঞ্চলের।আমুড্ডা গ্রামে ভোট চোর গদি ছাড়ো এর প্রতিবাদে বিক্ষোভ সভা অনুষ্ঠিত হলো। এদিনের বিক্ষোভ সভাতে উপস্থিত ছিলেন বীরভূম জেলা কংগ্রেসের সহ-সভাপতি এমডি আসিফ ইকবাল ও কংগ্রেসের নেতৃত্বরা।