শ্রীরামপুর-উত্তরপাড়া: হুগলির শ্রীরামপুরে বিসর্জন এর বিশেষ শোভাযাত্রা মুখ্যমন্ত্রীর উদ্যোগে পূজার কার্নিভাল
শনিবার হুগলির শ্রীরামপুরের মাহেশের স্নান পীরের মাঠ থেকে জিটি রোড ধরে বটতলা পর্যন্ত বিসর্জনের বিশেষ শোভাযাত্রা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পূজার কার্নিভাল। এই কার্নিভালে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি, জনপ্রিয় গায়ক নচিকেতা চক্রবর্তী, আরামবাগের সাংসদ মিতালী বাগ, হুগলির জেলাশাসক মুক্তা আর্য, চন্দননগর পুলিশ কমিশনারেটের সিপি অমিত পি জাওয়ানগি এবং বিভিন্ন বিধানসভার বিধায়ক, বিভিন্ন পৌরসভার পৌর প্রধান, অন্যান্যরা।