কোচবিহার ২: কোচবিহার চান্দামারীতে রাবণবধ মেলার উদ্বোধন করলেন তৃণমূলের জেলা সভাপতি
কোচবিহার চান্দামারী তে রাবণ বধ মেলার উদ্বোধন করলেন তৃণমূলের জেলা সভাপতি। উল্লেখ্য প্রতিবারের ন্যায় এবারও শারদ উৎসব শেষ হতেই রাবণ বধ মেলার আয়োজন করা হয়েছে কোচবিহার চান্দামারীর প্রাণনাথ হাই স্কুল প্রাঙ্গনে। এদিন রাত সাড়ে আটটা নাগাদ এই মেলার উদ্বোধন করেন তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট ইউটিউবার উজ্জ্বল বর্মন, পঞ্চায়েত সমিতির সভাপতি মাধবী নাগ সহ অন্যান্যরা।