অভাব অভিযোগ অভিমান নিয়ে মঙ্গলবার বেলা বারোটায় সাংবাদিক দের মুখো মুখি বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার,তিনি কি বললেন শুনুন,বিশেষ করে শহরে বিনা পারমিশনে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান ও বেআইনি বাড়ি নির্মাণকারিদের চিঠি করতে চলেছে ,শুনেনিন কাদের কাদের, ছাড় পাবে না কেউ,চেয়ারম্যান থাকা অবস্থায় সব ব্যবস্থা করে যাবো শুধু তাই নয় বড়বাজারে রাজার ঘড়ি দেখা যাচ্ছেনা,সেই সমস্ত দোকান ভেঙে দেওয়া হবে,আরো অনেক কথা বলেছে চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার।