বড়ঞা: জেলবন্দি থেকেও ‘ফোনে ব্যস্ত’! ফের বিতর্কে বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা
ফের বিতর্কে বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। এবার নতুন করে প্রকাশ্যে এসেছে তাঁর কথোপকথনের একটি অডিও ক্লিপ। এই অডিও সামনে এনে সাংবাদিক বৈঠক করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি কাণ্ডে প্রথমে সিবিআই ও পরে ইডির হাতে গ্রেপ্তার হন বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা।রবিবার সাংবাদিক বৈঠক করে শুভেন্দু অধিকারী বলেন, জেল হেফাজতে থাকাকালীন জীবনকৃষ্ণ সাহা মোবাইল ব্যবহার করেছেন।