নারায়ণগড়: সালাজপুরে জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনা, আহত দুই
পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার সালাজপুরে জাতীয় সড়কে বৃহস্পতিবার রাতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় জখম বাইক আরোহী। ঘটনায় জানা গেছে দাঁতনের দিক থেকে বেলদার দিকে দ্রুত গতিতে আসা একটি মারুতি ভ্যান বাইক আরোহীকে ধাক্কা মারে। ধাক্কা মারার ফলে বাইক থেকে জাতীয় সড়কে ছিটকে পড়ায় এক মহিলা সহ আহত হন দুই জন। মারুতি ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের পাশে পড়ে যায়। আহতদের বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলি উদ্ধার হয়।