কাকদ্বীপ: সপ্তমীর সকালে মুড়িগঙ্গা নদীতে নব পত্রিকার স্নান করান পূজো উদ্যোক্তারা
সকালে কাকদ্বীপ নম্বর এইটে মুড়িগঙ্গা নদীতে নবপত্রিকা স্নান করানো হয় আর সেই নবপত্রিকা স্থান বিভিন্ন উপকরণ দিয়ে দেবীর প্রাণ প্রতিষ্ঠা করা হয় যার দেখার জন্য কাকদ্বীপ বিধানসভার সাধারণ মানুষ ভিড় জমায় মুড়িগঙ্গা নদীর তীরে।