ফরিদপুর দুর্গাপুর: দুর্গাপুরে মহাষষ্ঠী রাতে ভিড় দুর্গাপুর বিধান নগরের সেক্টর টু সি এর পূজা মন্ডপে, এ বছরের থিম মা এলো বাংলার ঘরে
দুর্গাপুরে মহাষষ্ঠী রাত ১১:৩০ টায় উপচে পড়লো ভিড় দুর্গাপুর বিধান নগরের সেক্টর টু সি এর পূজা মন্ডপে। দুর্গাপুরের বিধান নগরের সেক্টর টু- সি সর্বজনীন দুর্গোৎসব কমিটির এ বছরের ৩৮ তম বর্ষে পদার্পণ করল। তাদের এ বছরের থিম "মা এলো বাংলার ঘরে" থিমটি মূলত বাংলা গ্রামীণ জীবন, পারিবারিক প্রেক্ষাপট এবং মা দুর্গার বাপের বাড়িতে ফিরে আসার আনন্দকে ফুটিয়ে তোলে। এই মন্ডপ তৈরি হয়েছে বাঁশ, কুলো, পোড়ামাটির মূর্তি, বাঁশের বেত ইত্যাদি জিনিস দিয়ে তৈরি করা হয়েছে।