দেশপ্রাণ: আঁউরাই বাসুদেববেড়িয়ায় বিধায়ক উন্নয়ন তহবিল থেকে নির্মিত রাস্তার উদ্বোধন করলেন বিধায়ক
আঁঊরাইর বাসুদেববেড়িয়াতে বিধায় উন্নয়ন তহবিল থেকে নয়া কংক্রিটের রাস্তা নির্মাণ করা হয়। এই রাস্তার শুভ উদ্বোধন করেন বিধায়ক সুমিতা সিনহা। উপস্থিত স্থানীয় বাসিন্দাও একাধিক নেতৃত্বরা। ফিতে কেটে রাস্তার উদ্বোধন করেন তিনি।