বালুরঘাট: চন্দ্রদৌলাতে রাতের অন্ধকারে পর পর চারটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল, পুলিশি নিরাপত্তার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা
রাতের অন্ধকারে পর পর চারটি দোকানে চুরি৷ মঙ্গলবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বালুরঘাট থানার চকভৃগু গ্রাম পঞ্চায়েতের চন্দ্রদৌলা হাটখোলায়। এদিন সকালে দোকান খুলতে গিয়ে চুরির বিষয় নজরে আসে। প্রতিটি দোকানের টিন কেটে চোরেরা ভেতরে প্রবেশ করে৷ এরপর দোকানের ভেতর থেকে দোকানের সামগ্রী নিয়ে চম্পট দেয়। পুজোর মধ্যে একটি দোকান ও পুজোর আগে একটি দোকানে চুরির ঘটনা ঘটেছিল। গতকাল রাতের অন্ধকারে একটি মোবাইল, কাপড়, ওষুধ ও সোনার দোকানে চুরির ঘটনা ঘটেছে।