বারাবনী: গৌরান্ডি এলাকার বেগুনিয়া খোলামুখ খনিতে জল ঢুকে বিপত্তি, ভিডিও ভাইরাল
গৌরান্ডি এলাকার বেগুনিয়া খোলামুখ খনিতে জল ঢুকে বিপত্তি, ভিডিও ভাইরাল রাষ্ট্রয়াত্ত কয়লা উত্তোলন সংস্থা আসানসোলের বারাবানী বিধানসভা অন্তর্গত গোরান্ডি এলাকার বেগুনীয়া খোলামুখ কয়লাখনিতে জল ঢুকে যাওয়ার, বিপত্তি আর এই ভিডিও ভাইরাল হওয়াতে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে খনি অঞ্চলে। গতকাল রবিবার বিকেল ঘটে যাওয়া ঘটনার ভিডিও ভাইরাল হতেই খনি সুরক্ষা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। সূত্রের খবর কয়লা খনির সুড়ঙ্গের জল লিক করে খোলমুখ খনিতে চলে আসে। সেই সময় খনিতে কয়লা উত্তোলনকা