আলিপুরদুয়ার ১: প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রীর জনসভা ১২দিন পার হলেও মাঠ পরিস্কার না হওয়ায় ক্ষোভ প্রকাশ বামফ্রন্টের,মাঠ পরির্দশনও হলো
মঙ্গলবার আলিপুরদুয়ার শহরের প্যারেড গ্রাউন্ড পরির্দশন করলো জেলা বামফ্রন্টের নেতারা।এদিন দুপুর বারোটা নাগাদ বামফ্রন্টের নেতারা মাঠে আসেন।সেখানে CPIM,RSP,SUCI,CPI সহ অন্য বামপন্থী দলের নেতারাও উপস্থিত ছিল।প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রীর জনসভার ১২ দিন পার হলেও মাঠ পরিস্কার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বামফ্রন্টের নেতারা।