চোলাই মদের বিরুদ্ধে আবগারি দপ্তরের অভিযান চলছেই।বৃহস্পতিবার রাত্রি ৯ টা নাগাদ জানা যায়, মানবাজার থানার জিতুজুড়ি,গোপালনগর ও জবলা এলাকায় অভিযান চালানো হয়।অভিযান চালিয়ে ৪৮০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ ও ৪০ লিটার চোলাই মদ নষ্ট করা হয়।সাথে মদ তৈরির জন্য ব্যাবহৃত ৫ টি ড্রাম ও ২ টি অ্যালুমিনিয়ামের হাড়ি বাজেয়াপ্ত করা হয়।