নানুর: নানুরে পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে খুনের অভিযোগ!
Nanoor, Birbhum | Oct 31, 2025 ফের এ রাজ্যের বীরভূমের আরও এক পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য। উত্তরপ্রদেশের পর এবার ঘটনা টি ঘটেছে অন্ধ্রপ্রদেশে।উল্লেখ্য, বীরভূমের আরও এক পরিযায়ী শ্রমিকের অন্ধ্রপ্রদেশের রেল লাইনের পাশ থেকে ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার ঘিরে রহস্য সৃষ্টি হয়েছে। মৃত ওই পরিযায়ী শ্রমিক বীরভূমের বড়া গ্ৰামের বছর (১৮) দুধকুমার বাগদি।শুক্রবার সকালে ওই পরিযায়ী শ্রমিকের বাড়িতে গিয়ে পরিবারের পাশে দাঁড়ালেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল সেখ সহ স্থানীয় অঞ্চল।