ধৃতদের নাম সাগর বাউড়ি। গলসি থানার কোরকোনা গ্রামে তার বাড়ি। বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। তার হেপাজত থেকেই উদ্ধার হয় অপহৃতা কিশোরী। ধৃতকে শুক্রবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। জামিনের আবেদন খারিজ করে বিচার বিভাগীয় হেপাজতে পাঠিয়ে ২২ জানুয়ারি ধৃতকে ফের আদালতে পেশের নির্দেশ দেন সিজেএম।পুলিশ সূত্রে জানা গিয়েছে, কোরকোনা গ্রামেই বছর চোদ্দোর ওই কিশোরীর বাড়ি। গত ২৩ অক্টোবর রাত ৯টা নাগাদ ঠাকুর বিসর্জন দেখতে সে বাড়ি থেকে বের হয়।