আউশগ্রাম ২: আউশগ্রামের ডাঙ্গাপাড়ায় বন দপ্তরের জমি দখল, অভিযানে নেমে নির্মাণ সামগ্রী বাজেয়াপ্ত করল বনবিভাগ
আউশগ্রামের ডাঙ্গাপাড়া এলাকায় বন দপ্তরের জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ পেয়ে অভিযান চালালো বনবিভাগ। আর ওই বেআইনি দখলদারি খবর পেয়ে মঙ্গলবার আনুমানিক বিকাল ৫টা নাগাদ অভিযানে নামেন বনকর্মীরা। বনবিভাগ সূত্রে জানা গিয়েছে, ডাঙ্গাপাড়ার বাসিন্দা জয়দেব মেটে ও মাধব মেটের বিরুদ্ধে বন দপ্তরের জমি দখলের অভিযোগ ওঠে। এবিষয়ে আদুরিয়া বিট অফিসার পিনাকি ভট্টাচার্য জানান, অভিযুক্তদের বন দপ্তরের জমি তিন দিনের মধ্যে দখলমুক্ত করার জন্য নোটিশ দেওয়া হয়েছে।