একটি দলছুট দাঁতালকে নিয়ে হিমশিম খাচ্ছে বন দফতর। নারায়ণগড়ের বিভিন্ন এলাকায় ঘুরছে একটি দাঁতাল। শনিবার সারাদিন বেলদা রেঞ্জের আহারমুণ্ডা জঙ্গলে অবস্থান করে হাতিটি। বন দফতর জানাচ্ছে, হাতিটিকে নয়াগ্রামে পাঠানোর চেষ্টা চলছে। শুক্রবার হাতিটি নারায়ণগড়ের ধানঘোরি, মকরামপুর-সহ বিভিন্ন এলাকায় ঘুরে বেলদার আহারমুণ্ডা জঙ্গলে ঢোকে। শনিবার রাতে হাতিটিকে এলাকা থেকে সরানোর চেষ্টা চালায় বন দফতর।