ইলামবাজার: জন্মাষ্টমীর পরের দিন ডুমরুট শ্রীশ্রী বাবা লোকনাথের মন্দিরে হরিনাম সংকীর্তন ও মধ্যাহ্নে প্রসাদের আয়োজন
ইলামবাজার ব্লকের ঘুড়িষা অঞ্চলের শ্রী শ্রী বাবা লোকনাথের মন্দিরে হরিনাম সংকীর্তন চলছে ও মধ্যাহ্নে সর্বসাধারদের জন্য সেবার ব্যবস্থা করা হয়েছে বেলা ১টা নাগাদ। প্রতিবছরের মত এ বছরও এই শ্রী শ্রী বাবা লোকনাথ মন্দিরে হরিনাম সংকীর্তন এবং মধ্যাহ্নে প্রসাদের ব্যবস্থা করা হয়। বহু দূর-দূরান্ত থেকে ভক্তরা আছে এবং প্রসাদ গ্রহণ করেন। ভক্তদের ভিড় চোখে পড়ার মতো।