মাদারিহাট: এশিয়ান হাইওয়েতে শিশুবাড়িতে টোটো উল্টে শুক্রবার মহিলার হাত ছিঁড়ে যাওয়ার পরিস্থিতি হল
৪৮ নম্বর এশিয়ান হাইওয়েতে বেআইনিভাবে টোটো চলাচল করছেই। মাঝে মাঝেই টোটোগুলো দুর্ঘটনায় পড়ছে। শুক্রবার সকাল দশটা নাগাদ শিশুবাড়ি চৌপথির কছে একটি টোটো উল্টে যায়। দুর্ঘটনায় আহত হয়েছেন তিন মহিলা যাত্রী ঽএদের মধ্যে রহিমা খাতুন নামে এক মহিলা যাত্রীর বাঁ হাতটি ছিঁড়ে যাওয়ার পরিস্থিতি হয়েছে। তাকে মধ্য রাঙ্গালিবাজনা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে রাস্তার পাশে লাগানোর লোহার ধারালো বিমে টোটোটি উল