তমলুক: রক্ত ঋণ রক্ত দিয়ে শোধ করো"স্লোগানকে সামনে রেখে স্বাধীনতা সংগ্রামী সুকুমার সেনগুপ্তর ৩৩ প্রায়ন দিবসে আজ নিমতৌড়িতে রক্তদান
পূর্ব মেদিনীপুর জেলার নিমতৌড়িতে প্রবাত প্রতিম স্বাধীনতা সংগ্রামী ও বিশিষ্ট কমিউনিস্ট নেতা সুকুমার সেনগুপ্তর ৩৩তম প্রয়ান দিবস উপলক্ষে আজ রক্ত ঋণ রক্ত দিয়ে শোধ করো স্লোগান কে সামনে রেখে মহতী রক্তদান শিবির,এবং মরণোত্তর দেহদান কর্মসূচি অনুষ্ঠিত হল,এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট গন সঙ্গীত শিল্পী শুভেন্দু মাইতি,এছাড়াও উপস্থিত ছিলেন কামাল নাসের ছাড়াও অন্যান্যরা। অনুষ্ঠানে সঞ্চালনা করেন বিশিষ্ট গন আন্দোলনের নেতৃত্ব হিমাংশু দাস