ভগবানগোলা ১: ভগবানগোলায় VBDC কর্মীদের বেতন বৈষম্যে প্রতিবাদ, ডেপুটেশন জমা ৭১ কর্মীর ২:৩০ নাগাদ
ভগবানগোলা ব্লকের অন্তর্গত আটটি গ্রাম পঞ্চায়েতের ভেক্টর বর্ন ডিজিজ কন্ট্রোল (VBDC) কর্মীদের মধ্যে বেতন বৈষম্য ঘিরে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। মোট ১১৩ জন কর্মীর মধ্যে সম্প্রতি হঠাৎ করেই ৪২ জনের বেতন প্রায় ৯৫০ টাকা বৃদ্ধি করা হয়েছে। অথচ বাকি ৭১ জন কর্মীর ক্ষেত্রে কোনো বৃদ্ধি হয়নি। সমান কাজ করার পরও কেন সমান বেতন দেওয়া হলো না, তা নিয়েই ক্ষোভে ফুঁসছেন বঞ্চিত কর্মীরা। এই দাবিকে সামনে রেখে সোমবার ওই ৭১ জন কর্মী একত্রিত হয়ে ভগবানগোলা ব্লক অফিসে ডেপুটেশন দে