এরাই ছিল তৃণমূলের জিওল কাঠি,SIR তালিকা প্রকাশের পর কটাক্ষ বিজেপি জেলা সহ-সভাপতি। উল্লেখ্য মঙ্গলবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে SIRএর খসড়া তালিকা পেশ করা হয়। এই তালিকায় কোচবিহার জেলায় প্রায় এক লক্ষ 13 হাজারের বেশি ভোটারের নাম বাদ গিয়েছে বিভিন্ন কারণবশত।এপ্রসঙ্গেই বলতে গিয়ে তীব্র কটাক্ষ করলেন বিজেপির জেলা সহ-সভাপতি বিরাজ বোস। তিনি বলেন এগুলোই ছিল তৃণমূলের জিওল কাঠি। এই অদৃশ্য ভোটাররাই ভোট দিয়ে তৃণমূলকে জিতিয়ে আনতো।