আউশগ্রাম ২: বেআইনিভাবে বালি নিয়ে যাওয়ার অভিযোগে ভেদিয়া থেকে একটি ট্রাক্টরকে আটক করল ছোড়া ফাঁড়ির পুলিশ
বেআইনিভাবে বালি নিয়ে যাওয়ার অভিযোগে একটি ট্রাক্টরকে আটক করল ছোড়া ফাঁড়ির পুলিশ। বুধবার আনুমানিক রাত ৮টা নাগাদ সেই দৃশ্য দেখা যায়। আউশগ্রামের ভেদিয়া এলাকা থেকে ওই ট্রাক্টরটিকে ধরা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাদের কাছে গোপন সূত্রে খবর আসে বর্ধমান বোলপুর ১১৪ নম্বর জাতীয় সড়ক ধরে চুপিসারে বেআইনিভাবে বালি নিয়ে যাওয়া হচ্ছে। এরপরেই সেখানে পুলিশ হানা দিতেই, ট্রাক্টর ফেলে চম্পট দেয় চালক।