লালগোলা: লালগোলায় এক কেজি ৩৫৫ গ্রাম হেরোইনসহ দুই যুবক গ্রেপ্তার, পুলিশের কড়া নজরদারি জারি
লালগোলা, বুধবার (২৯ অক্টোবর): নিষিদ্ধ মাদকসহ দুই যুবককে গ্রেপ্তার করল লালগোলা থানার পুলিশ। মঙ্গলবার রাত প্রায় ১টা ৫ মিনিট নাগাদ Spcl RT II-এর সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে লালগোলা থানার এসআই উত্তম কুমার সরকার নেতৃত্বে একটি বিশেষ অভিযান চালানো হয়। বলরামপুর গোডাউন মোড়ের কাছে মিনার ইটভাটার সামনে সন্দেহভাজন দুই মোটরসাইকেল আরোহীকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশির পর ধৃতদের কাছ থেকে ১ কেজি ৩৫৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। সঙ্গে জব্দ করা হয়েছে একটি মোটরস