ময়ূরেশ্বর ১: কালীপূজাকে কেন্দ্র করে বাউল গানের আসর রাতগড়া গ্রামে
মঙ্গলবার রাতে বীরভূমের ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের অন্তর্গত রাতগড়া গ্রামে কালীপুজোকে কেন্দ্র করে জমে উঠেছে বাউল গানের আসর। মূলত প্রত্যেক বছরের মতো এবছরও মল্লারপুর থানার অন্তর্গত রাতগরা গ্রামে জাঁকজমক ভাবে কালীপুজোর আয়োজন করেছেন রাতগড়া গ্রামের পূজো উদ্যোক্তারা আর সেখানেই আজ রাতে বাউল গানের আসর করা হয়েছে , ঠিক সেই অনুষ্ঠান প্রাঙ্গনে জমায়েত হয়েছে বিভিন্ন এলাকার মানুষ। মঙ্গলবার রাতে সেই চিত্র উঠে এলো আমাদের নিউজ এর ক্যামেরায়।