সবং: সবং এর নিশ্চিন্তা গ্রামে হনুমানের তাণ্ডবে আহত ২, হাসপাতালে ছুটলেন কর্মদক্ষ
সোমবার বেলা বারোটা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের নিশ্চিন্তা এলাকায় এক শিশু এবং এক মহিলাকে হনুমানের দল হামলা চালায়। দ্রুততার সঙ্গে তাদের সবং গ্রামীন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। এই খবর পেয়ে হাসপাতালে উপস্থিত হন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আবু কালাম বক্স। তাদের অবস্থা অবনতি হওয়ায় তাদেরকে স্থানান্তর করা হয় মেদনীপুর মেডিকেলে। এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।