পান্ডুয়া: আগে গ্রামের নাম ছিল হরিহরপুর,পরে হয় সিমলাগড়, সিমলাগড় কালীকে নিয়ে আছে নানা কাহিনী
Pandua, Hooghly | Oct 20, 2025 গ্রামের নাম ছিল হরিহরপুর,পরে হয় সিমলাগড়। সিমলাগড় কালীকে নিয়ে আছে নানা কাহিনী। প্রায় ৫০০ বছরের পুরনো পান্ডুয়ার সিমলাগড়ের দক্ষিনা কালী।শোনা যায় শের শাহ জি টি রোড তৈরি করার আগে এই পুজো শুরু হয়েছিল। সেই সময় ওই এলাকা ছিল শ্মশান ও জঙ্গলে ভরা।ছিল না কোনও জনবসতি। মানুষ ওই এলাকায় যেতে ভয় পেত। ঠ্যাঙ্গারে বাহিনীর উৎপাত ছিল। লোকশ্রুতি আছে, সেই সময় ওই এলাকার এক পুকুর পাড়ে এক কাপালিকের তাল পাতার ছাউনি দেওয়া একটি ঘর ছিল। সেখানে পঞ্চমুন্ডির আসনে,,