রামপুরহাট ২: নামলো কুয়াশা শীতের আমি যে বদলে গেল রাতের রূপ মারগ্রামের বিভিন্ন গ্রামে
নামল কুয়াশা, শীতের আমেজে বদলে গেল রাতের রূপ নভেম্বরের শুরুতেই রামপুরহাট ২ নং শীতের আগমনী বার্তা। আজ ৩ নভেম্বর সন্ধ্যার পর রামপুরহাট দুই নম্বর ব্লকের চাঁদপাড়া, কয়েমবা, হরিরামপুর, মাঝিরা, দুনিগ্রাম ও হাসনসহ বিভিন্ন এলাকায় ঘন কুয়াশায় ঢেকে যায় চারপাশ। দৃশ্যমানতা কমে যাওয়ায় গাড়ি চলাচলে দেখা দেয় সাময়িক অসুবিধা। তবে কুয়াশার পরতের সঙ্গে হালকা শীতের ছোঁয়া পেয়ে স্বাভাবিকভাবেই খুশি এলাকাবাসী — প্রকৃতিতে বইছে শীতের আগমনী হাওয়া।