তেহট্ট ১: তেহট্ট ফেরীঘাটে যাত্রীদের পারাপারের সুবিধার্থে শুরু হয়ে গেছে,বাঁশের ফরাস দিয়ে তৈরি সাঁকোর কাজ
শুক্রবার সকাল ৮টার সময় থেকে তেহট্ট ফেরীঘাটে যাত্রীদের পারাপারের সুবিধার্থে জলঙ্গী নদীর উপরে শুরু হযেছে বাঁশের ফরাস দিয়ে সাঁকো তৈরির কাজ। সাঁকো তৈরি কাজ সকাল ৮ টার সময় থেকে শুরু হযেছে চলবে বিকেল ৫ টার সময় পযর্ন্ত।