লাভপুর: ৬ নভেম্বর লাভপুরে তৃণমূলের জনসভা কে সামনে রেখে কাজিপাড়া'য় বৈঠক
আগামী ৬ই নভেম্বর লাভপুরে রয়েছে তৃণমূল কংগ্রেসের জনসভা ও SIR নিয়ে আলোচনা। আর সেই কর্মসূচি কে সামনে রেখে আজ অর্থাৎ শনিবার লাভপুরের কাজিপাড়া সংখ্যালঘু অনুষ্ঠান ভবনে তৃণমূলের কর্মী সমর্থকদের নিয়ে আয়োজিত হয়েছিল বিশেষ বৈঠক।ওই বৈঠকেই হাজির হয়েছিলেন, বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি আব্দুল মান্নান, ঠিবা অঞ্চলের অঞ্চল সভাপতি সাহিন কাজী, সহ-সভাপতি লালু পাল প্রমুখ।তাঁরা এদিন ওই অঞ্চলের পঞ্চায়েত প্রধান, উপপ্রধান সহ সকল পঞ্চায়েত মেম্বার দের নিয়ে কর।