জামবনি: লক্ষীপালে দুঃস্থ মানুষদের বস্ত্র বিতরণ দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের
কালী পুজোর আগে বস্ত্র বিতরণ কর্মসূচী লক্ষীপালে। জামবনি ব্লক দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এর পক্ষথেকে হয় বস্ত্র বিতরণ কর্মসূচী। শুক্রবার জামবনি ব্লকের ধড়সা অঞ্চলের লক্ষীপাল গ্ৰামে এলাকার পায় ২০০ অধিক দুঃস্থ মানুষ জনদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। কালীপুজোতে দুঃস্থ মানুষের মুখে হাসি ফোটাতে এই উদ্যোগ জানান উদ্যোক্তারা। একদিন দুপুর থেকে বিকেল পর্যন্ত চলে এই বস্ত্র বিতরণ কর্মসূচী। উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কুনামি হাঁসদা।