নবদ্বীপ: প্রতাপনগর বিন্দনাথপুর এলাকা থেকে বিষাক্ত চন্দ্রবোড়া সাপ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকায়
Nabadwip, Nadia | Oct 20, 2025 ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে,স্থানীয় সূত্রে জানতে পারা যায়,৫ নং ওয়ার্ডের প্রতাপনগর বিন্দনাথপুরের বাসিন্দা জনৈক ভূত নাথ ঘোষের বাড়ির ঠিক সামনে রাস্তার পাশে আশ্রয় নিয়েছিল প্রকাণ্ড এক বিষধর চন্দ্রবোড়া সাপ,স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে চন্দ্রবোড়া সাপটিকে বোতলবন্দী করেন সর্পপ্রেমী মহাদেব সাহা,উল্লেখ থাকে যে সম্প্রতি প্রতাপনগর এলাকায় বিষাক্ত চন্দ্রবোড়া সাপ ধরতে গিয়ে ওই সাপের ছোবলেই মৃত্যু হয় সর্পপ্রেমী দীপ বালা নামক এক যুবকের।