নানুর: শতাব্দী প্রাচীন কীর্ণাহার জমিদার বাড়ির জগদ্ধাত্রী পুজো আজও ঐতিহ্যের সাথেই হয়ে আসছে
Nanoor, Birbhum | Oct 30, 2025 শতাব্দী প্রাচীন কীর্ণাহারে'র দাস পরিবারের জগদ্ধাত্রী পুজোর জৌলুস কমলেও ঐহিত্য বজায় রেখেই হয়ে আসছে বিশেষ পুজো অর্চনা। এবছর এই পুজো ১২৬ বছরে পর্দাপর্ণ করেছে বলে মনে করছেন দাস পরিবারের সদস্য'রা। এই পুজো প্রথম পরিচালনা করেছিলেন, জমিদার বাড়ির বংশ ধর কালিপ্রসন্ন দাসের স্ত্রী মনমহনী দাস তাঁর মৃত্যুর পর দাস পরিবারের অন্যান্য সদস্যরা এই পুজোর দায়িত্ব নেয়। বর্তমানে এখনও তাঁরা এই পুজো করে এলেও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের ঘাটতি পড়ায় আক্ষেপের সুর ও শোনা যায়।