জলপাইগুড়ি: জলপাইগুড়িতে রাজবাড়ির প্রতিমা বিসর্জনের মহোৎসব, শত শত মানুষের ভীড়
জলপাইগুড়ি শহরে বিজয়া দশমীর বিকেল থেকেই শুরু হয়েছে প্রতিমা বিসর্জনের মহোৎসব। ঐতিহ্যবাহী রাজবাড়ীর বিসর্জনকে ঘিরে দেখা গেল শত শত মানুষের ভিড়। ঢাকের তালে, নাচ-গানে, উলুধ্বনি ও শঙ্খধ্বনিতে মাতোয়ারা পরিবেশে মা দুর্গাকে বিদায় জানানো হয় রাজবাড়ী দিঘিতে। ভক্তদের চোখে জল, তবু উৎসবমুখর আবহে বিদায়ের মুহূর্ত ছিল আবেগঘন। পাশাপাশি পাতকাটা কলোনি অগ্রণী সংঘের দুর্গোৎসবের বিসর্জনেও ভক্তরা সমান আবেগে মাতৃবিদায় দেন। শুধু রাজবাড়ী বা পাতকাটা নয়, জলপাইগুড়ির বিভিন্ন দুর্গোৎসব কমিট