তমলুক: কালি পুজোয় হিন্দুরা বাজি ফাটাবে না, ইসলামিক কান্ট্রি নাকি?পশ্চিমবঙ্গে কি মুসলিম লীগের সরকার চলছে?বলেন বিরোধী দলনেতা
কোচবিহারে SP বাড়ির সামনে মধ্য রাতে বাজি ফাটানোর ঘটনায় তুলকালাম কান্ড গ্রেপ্তার ১০ এই ঘটনায় আজ মেচাদায় বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলেন কালি পুজোয় হিন্দুরা বাজি ফাটাবে না তো কি করবে? এটা কি ইসলামীক কান্ট্রি নাকি?দিল্লির মুখ্যমন্ত্রীর আবেদনের প্রেক্ষিতে সুপ্রিমকোর্ট নির্দিষ্ট নিয়ক করে দিয়েছেন। শুভেন্দুবাবু রাজ্যের সরকারকে কটাক্ষ করে বলেন পশ্চিম বঙ্গে কি মুসলিমলীগের সরকার চলছে?বলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী