খোয়াই: খোয়াই ডি ডাব্লিউ এস গাফিলতিতে জনগণকে আয়রন যুক্ত পানীয় জল প্রাণ করতে হচ্ছে!
Khowai, Khowai | Nov 2, 2025 খোয়াই ডি ডাব্লিউ এস গাফিলতিতে জনগণকে আয়রন যুক্ত পানীয় জল প্রাণ করতে হচ্ছে! প্রায় সাত কোটি টাকার প্রকল্প বন্ধ বললেই চলে। জল জীবন মিশনের অধীন এই প্রকল্পটি ঘটা করে উদ্বোধন হয়ে যাওয়ার পরও এখনো পর্যন্ত কি কারণে আয়রনযুক্ত জল পাচ্ছে না জনগণ তা নিয়ে প্রশ্ন উঠছে জনমনে। অনতিবিলম্বে এটি চালু করার দাবী জানিয়েছেন জনগণ।