ময়ূরেশ্বর ১: তৃণমূল দলটা ২৬-এর ইলেকশনের পরে আর থাকবে না, মল্লারপুরে এমনই মন্তব্য করলেন বীরভূম জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক
তৃণমূল দলটা ২৬-এর ইলেকশনের পরে আর থাকবে না, বৃহস্পতিবার রাতে মল্লারপুর থেকে এমনই মন্তব্য করলেন বীরভূম জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক রথীন সেন। উল্লেখ গত সোম ও মঙ্গলবার পরপর দুইদিন ময়ূরেশ্বর এলাকায় তৃণমূল ছেড়ে বেশ কিছু সংখ্যক সদস্য যোগদান করলো ISF এ আর তাদের হাতেই ISF এর দলীয় পতাকা তুলে দেয় স্থানীয় ISF নেতা জসিম শেখ। আর এই তৃণমূলের ভাঙ্গনকে কেন্দ্র করে মল্লারপুর থেকে আজ অর্থাৎ বৃহস্পতিবার রাতে নানান মন্তব্য করলেন বীরভূম জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক